আমরা অনেক সময় বা অনেক ক্ষেত্রে এমনটা চাই যে কারো ফোন নাম্বার নিজের contacts এ সেভ না করে তাকে সরাসরি WhatsApp এ মেসেজ করি।আবার আমরা কোনো সময় এমন পরিস্থিতির মধ্যে পড়ি যে কাউকে WhatsApp এ মেসেজ করতে চাই কোনো কিছু ডকুমেন্ট পাঠাতে চাই কিন্তু তার ফোন নাম্বারটা নিজের contacts এ সেভ করতে চাই না।আমরা আগে থেকেই জানি যে কারো নাম্বার নিজের contacts এ সেভ না করলে তার WhatsApp profile আমাদের app এর মধ্যে আসে না। কিন্তু আজকে আমি একটা পদ্ধতি শিখাবো যেখানে আপনারা কারো ফোন নাম্বার সেভ না করেই তাকে সরাসরি WhatsApp app এর মাধ্যমে মেসেজ করতে পারবেন। ২ রকম ভাবে এই পদ্ধতিটা প্রয়োগ করা যাই।
১। পদ্ধতি
প্রথমে আপনি আপনার WhatsApp app টা খুলবেন। দিয়ে search box এ search করবেন “ME “ শব্দটা। অথবা app এর নিচের দিকের “plus icon” টা ক্লিক করবেন তারপর আপনার নিজের নামের একটা চ্যাট তৈরী করা থাকবে তাতে ক্লিক করবেন।
এই ছবিতে যে plus icon টা দেখানো হলো , লাল সার্কেল দিয়ে বোঝানো হয়েছে ।
Plus icon এ ক্লিক করলে ওপরের ছবির মতো আপনার নাম ও ছবি দিয়ে একটা চ্যাট থাকবে এবং সেটাতে ক্লিক করতে হবে।
তারপর আপনি আপনার চ্যাটে সেই নাম্বার টা যেটা আপনি সেভ না করে মেসেজ করতে চান সেটা লিখে নিজের চ্যাটেই পাঠিয়ে দিবেন ।
তারপর সেই পাঠানো নাম্বারটাতে একবার টাচ করলে “Chat with Number (যেটা আপনি পাঠিয়েছিলেন )” এই রকম ভাবে লিখা থাকবে। তারপরেই আপনি সেই নম্বর এর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।
ওপরের ছবিতে আমিও একটা ১ ০ অক্ষরের নাম্বার পাঠিয়ে দেখিয়েছি।
নাম্বারটা টাচ করলেই এই ভাবে দেখাবে তারপর আপনি chat with করলেই আপনার চ্যাট শুরু হয়ে যাবে।
আর এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কারো নাম্বার নিজের contacts এ সেভ না করেই সরাসরি WhatsApp এ মেসেজ করতে পারবেন।
২ ) পদ্ধতি
এই পদ্ধতিতে আপনাকে ওপর একটি এপ্লিকেশন এর প্রয়োজন হবে সেটা হলো True caller App .
প্রথমে আপনি True caller app টা ওপেন করে তার search box এ গিয়ে সেই নাম্বারটা লিখেন যেটাতে আপনি মেসেজ করতে চান। নাম্বারটা লিখে সার্চ করেন।
তারপর কিছুটা নিচের দিকে তাকালে আপনি WhatsApp এর লোগো দেখতে পাবেন দিয়ে সেই লোগোতে ক্লিক করলেই আপনি সরাসরি WhatsApp থেকে মেসেজ করতে পারবেন।
এইটা true caller app এর search box ,এই খানে নাম্বারটা লিখে search করতে হবে।
নাম্বারটা search করলে নিচের দিকে এই ভাবে WhatsApp লোগোটা থাকবে। এই লোগোতে ক্লিক করলেই আপনি সেই নাম্বার এর সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন।
এই দুই রকম পদ্ধতিতে সেই নম্বরটার অবশ্যই WhatsApp profile তৈরী করা থাকতে হবে নাহলে কাজ করবে না
**এই পদ্ধতি গুলি আপনাদের কেমন লাগলো জানাবেন আর নিজেরাও চেষ্টা করে দেখবেন আর ব্যবহার করবেন।