আমাদের দেশ ভারতবর্ষে দৈনিক প্রতি ১০ জনের মধে ৬ জন গড়ে ৩ - ৪ টি স্প্যাম কল পেয়ে থাকেন।২০২৩ সালের একটি তথ্য থেকে জানা যায় যে প্রায় ১৩ লক্ষের বেশি ভারতীয় প্রতারণামূলক কল এবং মেসেজ পেয়েছেন।তার মধে ৫০% মানুষ AI দ্বারা প্রচালিত প্রতারণার শিকার হয়েছেন।২০২৪ সালের প্রথম দিকেই জানা যায় যে, ভারতীয়দের কাছে থেকে প্রায় ১৮০০ কোটির বেশি টাকা লুট করা হয়েছে সাইবার প্রতারণার সাহায্য নিয়ে। যার কারন AI প্রযুক্তি।
প্রযুক্তি যত উন্নয়ন হয়েছে ,তত আমরা ফোন ও ইন্টারনেট এর সঙ্গে যুক্ত হয়েছি আর অনলাইন পেমেন্ট করায় অভস্ত হয়ে উঠেছি। এর জন্যই আজকে আমরা অনেক নতুন নতুন প্রতারণার শিখার হয়ে চলেছি ।এই সব প্রতারণার পিছনে রয়েছে AI এর সহয়তা। এছাড়া ও আরো অনেক ভাবেই নিয়মিত প্রতারণার শিকার হচ্ছে অনেকে যেমন,
১) ডিপ ফেক ভিডিও ও অডিও
ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে আজকের দিনে ভিডিও ও অডিও এর মাধ্যমে কৃত্রিম ভাবে অন্য কারো মুখ বা কণ্ঠস্বর তৈরি করে ভুয়া খবর, সমাজের বিরুদ্ধে কথা বলা, ধর্মের ব্যাপারে আজেবাজে বিতর্ক করা এই সব প্রতারণামুলক কাজ করে মানুষের পরিচয় এবং মতামতকে সমাজের চোখে বিতর্কমূলক তৈরি করা হচ্ছে।
২) ফিশিং স্ক্যাম:
AI ব্যবহার করে বিভিন্ন স্প্যাম ইমেইল বা বার্তা তৈরি করা হচ্ছে, যা দেখতে একেবারে আসল মনে হয়। এগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে এবং তার দুর্ব্যবহার করতে পারে।
৩. সোশ্যাল মিডিয়া বট:
AI দিয়ে পরিচালিত সোশ্যাল মিডিয়া বট বা ফেক প্রোফাইল তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।
৪. ব্যাঙ্কিং এবং আর্থিক প্রতারণা:
AI প্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত অর্থনৈতিক প্রতারণা করা হচ্ছে, যেমন ভুয়া ব্যাঙ্কিং ট্রানজেকশন বা ক্রেডিট কার্ড চুরি। AI সিস্টেম দিয়ে এই ধরনের জালিয়াতির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যা মানুষকে অর্থনৈতিক সমস্যার মধ্যে ফেলছে।
বর্তমানে ইন্টারনেট ফিশিং প্রতারণার মাধ্যমে নিজের ওয়েব সাইট তৈরি করে মানুষের কাছে থেকে তাদের অ্যাকাউন্টের জরুরি তথ্য চুরি করে ব্যাংকের সমস্ত টাকা হাতিয়ে নিছে। এছাড়া KYC আপডেট, ব্যাংক অ্যাকাউন্ট ,ফোন নাম্বার আপডেট, ATM কার্ড ,গাসের লাইন কেটে দেওয়ার মতো ভুয়ো বার্তা,পার্সেল আসার নাম করে ভুয়ো কলে টাকা আদায়,Whastapp মেসেজে অশ্লীল ভিডিও প্রদান করে টাকার জন্য ব্লাকমেইল করা এই সব প্রতারণার রোজ রোজ হয়েই যাছে আমদের সঙ্গে। খবরে বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা রোজ অনেক ধরনের প্রতারণা দেখতে বা শুনতে পাচ্ছি । তাই অবিলম্বে এই বিষয় গুলি নিয়ে রাজ্য বা কেন্দ্র সরকার সতর্ক না হলে পরবর্তী কালে মানুষের বিশাল বড় ক্ষতি হতে পারে। আর আমরাও চেষ্টা করবো যাতে আমারা এই সব প্রতারণার ফাঁদে পা না দি। সব কিছু শেয়ার করার আগে জেনে নি যে সেটা কতটা সঠিক, না বুঝতে পারলে অন্য কাউকে জিজ্ঞাসা করি অথবা সন্দেহ হলে পুলিশে বা সাইবার ক্রাইমে যোগাযোগ করি ।
এই জন্যই হয়তো Elon Musk বলেছিলেন:
"And mark my words, AI is far more dangerous than nukes. Far. So why do we have no regulatory oversight? This is insane."